|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম কৃষি বিভাগ থেকে চুরিকৃত জেনারেটর পুনরুদ্ধারে কৃষকদের মানববন্ধন
বুধবার (২৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচ শতাধিক কৃষক।
২০২২ সালের জুন মাসে কুড়িগ্রাম অফিসের সাবেক উপপরিচালক আব্দুর রশিদ (বর্তমানে অবসরে), সাবেক ক্যাশিয়ার আব্দুল আজিজসহ কয়েকজন কর্মচারী যোগসাজশে জেনারেটরটি বিক্রি করে দেন। প্রমাণ মেটাতে অফিসের সিসি ক্যামেরা বন্ধ রাখাসহ জেনারেটরের নথিপত্র সংবলিত ফাইলও সরিয়ে ফেলা হয়।
➤ কুড়িগ্রামে বাসচালক ও সুপারভাইজার গাঁজাসহ আটক
ভূরুঙ্গামারীতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী হানিফ পরিবহনের চালক ও সুপারভাইজারকে ১০ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
➤ কুড়িগ্রামে শীতার্ত মানুষদের মাঝে জেলা পুলিশের কম্বল বিতরণ
কুড়িগ্রাম সদরের চর সিতাইঝার, উলিপুর, চিলমারী ও নাগেশ্বরীতে হাড়-কাপানো এই শীতে বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকাগুলোর পিছিয়েপড়া মানুষদের মাঝে কম্বল বিতরণ করছেন জেলা পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের আয়োজনে এই সব এলাকায় কম্বল বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=29891