।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদরের চর সিতাইঝার, উলিপুর, চিলমারী ও নাগেশ্বরীতে হাড়-কাপানো এই শীতে বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকাগুলোর পিছিয়েপড়া মানুষদের মাঝে কম্বল বিতরণ করছেন জেলা পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের আয়োজনে এই সব এলাকায় কম্বল বিতরণ করা হয়।
কুড়িগ্রাম থানাধীন চর সিতাইঝারের প্রত্যন্ত চরের প্রায় ২০০ শতাধিক সম্মানিত নাগরিককে নাভানা গ্রুপের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন। এসময় আরও উপস্থিত ছিলেন নাভানা গ্রুপ ঢাকার সিনিয়র এক্সিকিউটিভ জনাব জাহিদুল হোসাইন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাসুদুর রহমান।
উলিপুর ও চিলমারীর প্রত্যন্ত চরের শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এলডিসি গ্রুপ ও পান্ডা সুজ ইন্ডাস্ট্রি লিমিটেডের উদ্যোগে উলিপুর পৌরসভার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মদ মহিবুল ইসলাম, এলডিসি গ্রুপের ম্যানেজার আলী আরমান, সহকারী ম্যানেজার আশিকুর রহমান, পান্ডা সুজ ইন্ডাস্ট্রি লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অরেঞ্জ বাদশা প্রমুখ।
এছাড়াও নাগেশ্বরী থানাধীন বামনডাঙ্গা ইউনিয়নের মুড়িয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গম চরাঞ্চলের ২০০ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে জেলা পুলিশ কুড়িগ্রামের পক্ষ হতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় জেলা পুলিশের অন্যান্য সদস্যসহ আরও উপস্থিত ছিলেন বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন।
পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কুড়িগ্রাম জেলা পুলিশ ধারাবাহিকভাবে এই শীতে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে। ইতিমধ্যে আমরা কুড়িগ্রামের বিভিন্ন থানা এলাকায় প্রায় ২ হাজার কম্বল বিতরণ করেছি। আমরা আজ কুড়িগ্রাম সদর, নাগেশ্বরীর ও উলিপুরের প্রত্যন্ত চরের মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো ফিল করছি। সাধ্যমত আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।