।। টেক ডেস্ক ।।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জনসাধারণের জন্য সর্বাধিক কার্যকরী ভূমিকা পালন করলেও এর কিছু নেতিবাচক দিকও দেখেছে সমগ্র বিশ্ব। সম্প্রতি সময়ে এআই দিয়ে ভয়েস ক্লোন ও ডিপফেক ভিডিও তৈরির কাজ চলমান থাকলেও এবার সম্পূর্ণ ব্যতিক্রম প্রযুক্তি যুক্ত করেছে মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি এআই। যেকোনো ব্যক্তির হাতের লেখার স্টাইল নকল করতে সক্ষম এআই টুল তৈরি করেছেন আবুধাবিতে অবস্থিত মোহাম্মদ বিন জায়েদ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
এআই টুলটি তৈরির ক্ষেত্রে তাঁরা এমন ধরণের নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করেছেন, যা প্রেক্ষাপট ও সিকোয়েন্সিয়াল ডাটার অর্থ বুঝতে সক্ষম। টুলটিকে প্রাথমিকভাবে ইংরেজি ভাষার উপযোগী করে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে অন্যান্য ভাষায়ও ব্যবহার করা যাবে। তবে এআই প্রদর্শিত টুলটি এখনো উন্মুক্ত করেননি গবেষকরা।
ম্যাশেবলের এক প্রতিবেদনে গবেষকরা দাবি করে বলছেন, নতুন এআই টুলটি যেকোনো ব্যক্তির হাতের লেখা নকল করে বিভিন্ন বাক্য লিখতে পারে। এজন্য প্রথমেই নির্দিষ্ট ব্যক্তির হাতের লেখা বিশ্লেষণ করে টুলটি। এরপর সেই ব্যক্তির লেখার অনুকরণে বার্তা লিখে দেয়।
বিশ্ববিদ্যালয়টির দুই গবেষক বলেন, ‘হাতে আঘাতপ্রাপ্ত হলেও লেখালেখি থামবে না। কলম না চালিয়েও লেখা যাবে। বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য টুলটি বেশ কাজে লাগবে। আবার এই টুল অসৎ কাজে ব্যবহারেরও আশঙ্কা রয়েছে। ফলে ভেবে-চিন্তে উন্মুক্ত করতে হবে।’ এর আগেও বিভিন্ন অ্যাপ ও রোবট দিয়ে হাতে লেখানো কনটেন্ট তৈরি করা গেছে। তবে এআই টুলের ব্যবহার বিষয়টিকে আরও সহজ ও নির্ঝঞ্ঝাট করে তুলবে। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই এআই টুলটি উন্মুক্ত করতে পারেন গবেষকরা।
তবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একে একে যেভাবে ব্যবহারকারীদের নানার প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র। হাতের লেখা নকল করার প্রযুক্তি উন্মুক্ত হওয়ার পর প্রতারণার ঘটনা আরও ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কাও করছেন তাঁরা।