যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মিটার রিডার কাম মেসেঞ্জার পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: মিটার রিডার কাম মেসেঞ্জার
পদসংখ্যা: ৩৩
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে কোন স্বীকৃত বোর্ড হতে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: চারটি মৌলিক গাণিতিক প্রক্রিয়া যেমন যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করার দক্ষতা থাকতে হবে। সুন্দর শারীরিক গঠন ও অবশ্যই সুঠাম দেহের অধিকারী হতে হবে। হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। গ্রাহকদের সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মানসিকতা থাকতে হবে।
বেতন স্কেল: মাসিক মূল বেতন ১৪,৭০০ টাকা। এ ছাড়া অন্যান্য ভাতা দেওয়া হবে।
আবেদনকারীর বয়সসীমা: ২২ জানুয়ারি ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। বয়সের প্রমাণ হিসেবে এসএসসি/সমমানের সনদ বিবেচিত হবে।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
যশোর জেলার যশোর সদর (পৌরসভা ব্যতিত), বাঘারপাড়া, চৌগাছা, শার্শা, ঝিকরগাছা উপজেলার স্থায়ী বাসিন্দারা ব্যতিত দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা অফেরতযোগ্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: https://pbsjas1.teletalk.com.bd/
আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৫টা পর্যন্ত।
সূত্র: যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১।