।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুর সদর ইউনিয়নের চর রাজিবপুর মাদ্রাসাপাড়া আনিছুর রহমানের বসতবাড়ি থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ১৭ পিস ইয়াবা ও নগদ ১ হাজার ৯’শত টাকাসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে রাজিবপুর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, চর রাজিবপুর মাদ্রাসাপাড়ার আব্দুর রহিমের ছেলে আনিছুর রহমান (২৮) ও একই গ্রামের সবর আলীর ছেলে আল-আমিন (২৩)।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজিবপুর থানার ওসি (তদন্ত) আতাউর রহমান।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/জানুয়ারি/২০/২৪