।। নিউজ ডেস্ক ।।
মাত্র একদিনের ব্যবধানে দেশের স্থানীয় বাজারে স্বর্ণের দাম আবারও হ্রাস পেয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের (পিওর গোল্ড) দাম ভরিতে ১৭৫০ টাকা কমে ১ লক্ষ ১০ হাজার ৬৯১ টাকা দাঁড়িয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সভা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লক্ষ ৫ হাজার ৬৭৬ টাকা, অনুরূপভাবে ১৮ ক্যারেটের ভরি প্রতি স্বর্ণের দাম ৯০ হাজার ৫৭১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭৫ হাজার ৪৬৬ টাকা।
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা রয়েছে।