সম্প্রতি চাকরিপ্রার্থীদের জন্য বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২ ক্যাটাগরির শূন্য পদে মোট ৫৫১ জন প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী স্টেশন মাস্টার
পদসংখ্যা: ৪১৭
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫
২. পদের নাম: সহকারী লোকোমোটিভ মাস্টার (গ্রেড-২)
পদসংখ্যা: ১৩৪
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
গ্রেড: ১৭
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে, অবশ্যই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যেসব জেলার পার্থী আবেদন করতে পারবেন
ক্রমিকে উল্লিখিত ১নং পদে দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে ক্রমিকে ২নং পদে পাবনা, লালমনিরহাট, নীলফামারী ও কুষ্টিয়া জেলা ব্যতিত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১নং (সহকারী স্টেশন মাস্টার) পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে ২নং (সহকারী লোকোমোটিভ মাস্টার) পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://br.teletalk.com.bd/
আবেদনের সময়সীমা: ১৮ জানুয়ারি ২০২৪ সকাল ৯টা থেকে ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত।
সূত্র: বাংলাদেশ রেলওয়ে।