|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে ৩ দিনব্যাপী জলবায়ু অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকল্পটির মাধ্যমে কুড়িগ্রামের ৩ হাজার তরুণ-তরুণীকে সম্পৃক্তকরণ এবং তাদের জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, জলবায়ু অভিবেশন, কমিউনিটি রেডিও অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানিয়েছে।
https://www.ulipur.com/?p=29691
➤ রাজারহাটে বিপন্ন প্রজাতির মদনটাক পাখি উদ্ধার
রাজারহাটের সিন্ধুরমতি গ্রাম থেকে বিপন্ন প্রজাতির মদনটাক (হারগিলা) পাখি আহত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। এ সময় পাখিটির একটি ডানা ভাঙা ছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটিকে চট্টগ্রামের শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকোপার্ক রাঙ্গুনিয়ায় পাঠানোর ব্যবস্থা করেন বন বিভাগ।
https://www.ulipur.com/?p=29695
➤ কনকনে শীতে কাহিল উলিপুরের দুস্থ ও হতদরিদ্ররা
তিন ধাপে শীতার্তদের জন্য আট হাজার কম্বল বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ৪৩০টি করে বণ্টন করে দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের মাঝে ৫৫০টি কম্বল বিতরণ করা হয়। বাকি কম্বল উপজেলা পরিষদের গুদামে সংরক্ষণ করে রাখা হয়েছে।
https://www.ulipur.com/?p=29700