জরীফ উদ্দিন (কুড়িগ্রাম):
বাংলাদেশের অন্যতম দারিদ্র্যতম জেলা কুড়িগ্রাম।
১৬টি নদী বেষ্ঠিত এ জেলায় রয়েছে ৪২০টি চর। এসব চরে বসবাস করে লক্ষাধিক মানুষ, বন্যায় অথবা শীতে তাদের জীবনযাত্রার মান অনেকাংশেই ভয়াবহ রুপ ধারণ করে খাদ্য, চিকিৎসা, বস্ত্রের অভাবে মারা যায় অনেক মানুষ।
এইসব চরের মানুষদের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সারথি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিবছরের ন্যায় এবারেও, আজ ০১-০১-১৭ সারথি’র উদ্দ্যোগে পূর্ব দইখাওয়ার চর এবং মাঝের চরের ১৫০টি পরিবারের মাঝে শীতবস্ত্র করা হয়। এসময় উপস্থিত ছিলেন সারথি’র পরিচালনা পর্ষদের পরিচালক জাহানুর রহমান খোকন, সভাপতি প্রণয় কৃষ্ণ রায়, সারথি’র কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি গৌঁরাঙ্গ কুমার রায়, যুগ্ন-সাধারণ সম্পাদক তপন কুমার রায়, অর্থ সম্পাদক গৌতম কুমার রায়, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন, ক্রিয়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান এছাড়াও সদস্যদের মধ্যে শাহরিয়ার সবুজ এবং পল্লব কুমার রায় উপস্থিত ছিলেন।