।। টেক ডেস্ক ।।
ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করার পাশাপাশি ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগে আলোচনার সম্মুখে রয়েছে মেটা মালিকানাধীন অ্যাপ ফেসবুক। এরই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাপে ‘লিংক হিস্ট্রি’ নামের একটি নতুন সুবিধা যুক্তকরণের উদ্বেগ নিয়েছে। অনলাইন এক ব্লগ পোস্টে ফেসবুক জানায়, উক্ত সুবিধাটির দ্বারা ফেসবুক অ্যাপ ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে উক্ত প্রবেশকৃত ওয়েবসাইটের তথ্য সংরক্ষণ করা হবে।
লিংক হিস্ট্রি নিরাপত্তা উদ্বেগ তৈরি নিয়ে ফেসবুক বলছে, ব্যবহারকারীরা লিংক হিস্ট্রি সুবিধার মাধ্যমে যেসব ওয়েবসাইটে প্রবেশ করছেন, সে ওয়েবসাইটগুলোর লিংক একটি নির্দিষ্ট স্থানে সংরক্ষিত করে রাখা থাকবে। ফলে লিংক হারানো নিয়েও কোনো শঙ্কা থাকছে না ব্যবহারকারীদের। তবে চাইলে এই সুবিধাটি বন্ধ রাখতে পারবেন ব্যবহারকারীরা। ফেসবুকের মাধ্যমে অনলাইনে প্রবেশ করা ব্যবহারকারীদের লিংকের সংরক্ষণকৃত তথ্য ব্যবহার করে পরবর্তীতে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন চলমান রাখা যেতে পারে।
ফেসবুকের ব্লগ পোস্টে জানানো হয়, মোবাইল অ্যাপ ফেসবুক থেকে সর্বশেষ ৩০ দিনে যেসব ওয়েবসাইটে প্রবেশ করা হয়েছে, কেবলমাত্র সে সকল ওয়েবসাইটগুলোরই তথ্যই পাওয়া যাবে। গোপনীয়তা নীতি মেনেই সংরক্ষিত এসব লিংকের তথ্যের সঙ্গে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শন করা হতে পারে। লিংক হিস্ট্রি নিরাপত্তা সুবিধাটি বন্ধ করলে পরবর্তীতে ৯০ দিনের মধ্যে সংরক্ষিত লিংকের সকল তথ্য ডিলিট করা হবে বলে জানিয়েছে ফেসবুক। তবে কথোপকথন প্ল্যাটফর্ম মেসেঞ্জার চ্যাট ব্যবহার করে কোনো ওয়েবসাইটে প্রবেশ করলে তার লিংক সংরক্ষণ করা হবে না।
‘লিংক হিস্ট্রি’ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ায় ফেসবুক ব্যবহারকারীর ওয়েবসাইট দেখার (ব্রাউজিং) ইতিহাস সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন দেখিয়ে থাকছে সংস্থাটি। তবে বিশ্বের সব দেশে এখনো সুবিধাটি চালু হয়নি বলে জানা গিয়েছে।