|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জানুয়ারি ১৫, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজিবপুরে ২০০ শতাধিক অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
রাজিবপুরের ঢূষমারা থানা এলাকার প্রত্যন্ত মোহনগঞ্জ চরের প্রায় ২০০ শতাধিক সম্মানিত নাগরিককে সদাশয় সরকারের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব আল আসাদ মো: মাহফুজুল ইসলাম। হাড়-কাপানো এই শীতে শীতবস্ত্র পাওয়ার তালিকায় ছিলেন বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র এলাকার পিছিয়েপড়া মানুষেরা। শীতবস্ত্র বিতরনের পাশাপাশি স্কুলগামী ক্ষুদে শিক্ষার্থীদের মিষ্টি ও চকলেট বিতরণ করা হয়।
➤ কুড়িগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর মৃত্যুতে পুলিশের শ্রদ্ধাঞ্জলি
মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এর দাফনকার্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয় এবং গার্ড অফ অনার প্রদান করে জেলা পুলিশের একটি চৌকস টিম। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ.কে.এম. ওহিদুন্নবী।
➤ উলিপুরে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা বা অন্তর্ভুক্তি কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে উলিপুরে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) বেলা ১১ টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সহযোগিতায় উলিপুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।