।। লাইফস্টাইল ডেস্ক ।।
শীতকালে চারপাশে হাড় কাপানো কনকনে ঠান্ডার প্রকোপ দেখা গেলেও টিউবওয়েলের পানি আরামদায়ক গরম বা উষ্ণ হতে দেখা যায়। এই শীত যত তীব্র আকার ধারণ করে টিউবওয়েলের পানি ঠিক ততই গরম অনুভূত হয়। কিন্তু কেন শীতকালে টিউবওয়েলের পানি গরম থাকে? জানেন কী, সাধারণত ভূপৃষ্ঠের গভীরে থাকা পানির তাপমাত্রা সারা বছর একই রকম থাকে এবং বাতাসের সংস্পর্শ পায় না বলেই শীতকালে টিউবওয়েলের পানি আমরা গরম অনুভব করি।
ঋতু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর উপরিভাগের তাপমাত্রা পরিবর্তন হলেও নলকূপ /কল/ভূগর্ভের পানির তাপমাত্রা সারাবছর স্বাভাবিকভাবে +২৫°সে. থাকে। যে কারণে আমাদের দেশে শীতের সময় সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা কম থাকে বা +০৫°সে.থেকে শুরু করে +১৫°সে. এর ভেতরে ওঠানামা করে এবং সেই সঙ্গে দেহের বাইরের অংশ যেমন, হাত-পা এমনকি হাত-পায়ের ত্বকের তাপমাত্রাও সর্বনিম্ন তাপমাত্রার কাছাকাছি চলে আসে, আর ঐ অবস্থায় আমরা যখন নলকূপের পানি স্পর্শ করি তাপমাত্রার ব্যবধানের কারণে ঠিক সেই মুহূর্তেই পানিকে বেশ উষ্ণ লাগে।
একই সাথে শীতকালে যেমন টিউবওয়েলের পানি গরম অনুভূত হয় গরমকালে ঠিক তার উল্টো। গরমের সময় আমাদের দেশের তাপমাত্রা বেশিরভাগ ক্ষেত্রেই +৩৫°সে. থেকে +৪৩°সে. এর আশেপাশে থাকে। তাই স্বাভাবিকভাবেই আমাদের শরীরের বাইরের অংশের তাপমাত্রাও বৃদ্ধি পায়। যে কারণে ভূপৃষ্ঠের গভীরে থাকা পানির তাপমাত্রার চেয়ে শরীরের বাইরের অংশের তাপমাত্রা বেশি থাকে এবং ঐ অবস্থায় পানি স্পর্শ করলে পানিকে বেশ ঠান্ডা মনে হয়।
তাই বলা যায়, শীতকালে শীতের তীব্রতা যত বৃদ্ধি পাবে, দেহের বাইরের অংশের তাপমাত্রাও তত হ্রাস পেতে থাকবে, আর কলের পানির তাপমাত্রা ততই বেশি গরম অনুভব হবে।