।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদরের বিভিন্ন এলাকায় উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ ও গণউপদ্রবের মাধ্যমে বিরক্তি সৃষ্টি করার অভিযোগে শনিবার (১৩ জানুয়ারি) রাতে চারটি স্থান থকে ৪টি এমপ্লিফায়ার জব্দ করে কুড়িগ্রাম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সদরের বিভিন্ন এলাকায় উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ ও গণউপদ্রবের অভিযোগে পুলিশ অভিযান পরিচালনা করে মিউজিক বন্ধ করে তাদেরকে সচেতন করে এবং চারটি স্থান থকে ৪টি এমপ্লিফায়ার জব্দ করে এবং পরবর্তীতে উচ্চ শব্দে ৭৫ ডেসিবল এর উপরে মাইক বাজিয়ে বা মিউজিক বাজিয়ে গণউপদ্রব সৃষ্টি করলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে অবগত করা হয়।
একই সাথে যেকোনো মাইকিং, মিউজিক বা শব্দের ক্ষেত্রে ৭৫ ডেসিবল মাত্রা ব্যবহারের জন্য সকলকে আহবান জানিয়েছে। এছাড়া অসুস্থ নাগরিক, গর্ভবতী নারী, শিশুর ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে সেদিকেও খেয়াল রাখার জন্য মাইকিংকারী বা মিউজিককারীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে আহবান জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।