।। টেক ডেস্ক ।।
কোনো ওয়েবসাইটে প্রথমবার প্রবেশ করলে স্ক্রিনে একটি ‘পপ-আউট’ ভেসে ওঠে এবং তাতে ব্যবহারকারীর ‘কুকিজ’ সংরক্ষণের অনুমতি চাওয়া হয়। এর ফলে ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংরক্ষণ করে তা বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্রাউজারের মাধ্যমে ছোট ছোট বার্তা, কনটেন্ট বা বিজ্ঞাপন আকারে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতে ক্রোম ব্রাউজার থেকে ওয়েবসাইটগুলোর কুকিজ সংগ্রহ কার্যক্রম বন্ধ করা শুরু করেছে মার্কিন সংস্থা গুগল।
হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানা যায়, প্রাথমিকভাবে ক্রোম ব্রাউজারের ১ শতাংশ বা ৩ কোটি অনলাইন ব্যবহারকারীর জন্য কুকিজ সংগ্রহ বন্ধের কার্যক্রম চালু করেছে। কুকিজ সংগ্রহ কার্যক্রম বন্ধের বিষয়ে গুগল জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে নির্দিষ্ট ব্যবহারকারীদের জন্য কুকিজ সংগ্রহ কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করা হয়েছে। চলতি বছরের মধ্যে ‘ট্র্যাকিং প্রটেকশন’ সুবিধার মাধ্যমে সবাই এ প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন বলে জানানো হয় প্রতিবেদনটিতে।
অনলাইন প্রেমীদের ব্যক্তিগত গোপনীয় তথ্য যেমন- স্মার্টফোনের তথ্য, ইন্টারনেট ব্যবহারের ইতিহাস, ভৌগোলিক অবস্থান (লোকেশন) ইত্যাদি ওয়েবসাইটের কুকিজে জমা হয়ে থাকে। যদি কোনো কারণ বসত সেই ওয়েবসাইটটি হ্যাকড হয়, তাহলে ব্যবহারকারীর সব গোপনীয় তথ্য সাইবার অপরাধীর হাতে চলে যেতে পারে। ফলস্বরূপ একটি ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে যা, ক্রোম ব্রাউজারে সংরক্ষণ করা কুকিজ কাজে লাগিয়ে ব্যবহারকারীদের গুগল অ্যাকাউন্টের তথ্য চুরি করতে সক্ষম। মূলত এই ওয়েবসাইটগুলোর কুকিজ সংগ্রহ কার্যক্রম বন্ধ এবং ব্যবহারকারীদের গোপনীয়তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে গুগল।