।। টেক ডেস্ক ।।
বর্তমানে সোশ্যাল মিডিয়া জগতে ইনস্টাগ্রামের ব্যাপক জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাইবার হামলার সক্রিয়তা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে। সাইবার অপরাধীরা বিভিন্ন ধরণের কলাকৌশল অবলম্বন করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের নানান প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এর মাঝেই সীমাবদ্ধ নয়, ব্যক্তিগত তথ্য চুরি ও অনলাইন প্রতারণা করে পরবর্তীতে ব্ল্যাকমেল করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদেরকে নানাবিধ ঝামেলার মুখে ফেলে দিচ্ছে হ্যাকাররা।
সাইবার অপরাধীরা ইনস্টাগ্রামে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরণের ভুয়া প্রতিযোগিতা এবং বিনামূল্যে পণ্য প্রদান ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ধরণের বড় বড় প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট নকল ও মেসেজ বক্সে বা পোস্টের কমেন্ট বক্সে ম্যালওয়্যার যুক্ত লিংক দিয়ে ফিশিং হামলাসহ বিনিয়োগ করে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির প্রচারাভিযান করে ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে যাবতীয় কার্যাবলীতে বিশৃঙ্খলা তৈরি করে ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রতারণার ফাঁদে ফেলানো হচ্ছে। তবে ইনস্টাগ্রামে অনলাইন প্রতারণা সম্পর্কে সঠিক ধারণা রেখে এবং প্রয়োজনীয় তৎপরতা জানা থাকলে অনলাইন প্রতারণা এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।
চলুন জেনে নেয়া যাক ইনস্টাগ্রামে সুরক্ষিত থাকতে যা করতে হবেঃ-
★ ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের এ ধরণের প্রতারণার ফাঁদ বোঝা মাত্রই সতর্কতা অবলম্বন করতে হবে।
★ অনলাইনে নিজের ব্যক্তিগত তথ্য অপরিচিত কারও সাথে শেয়ার করা বা দেওয়া যাবে না।
★ অনেক ক্ষেত্র থেকে ইনবক্সে যে কেউ লিংক পাঠাতে পারে, তাই যেকোনো লিংকে প্রবেশ করার আগে অবশ্যই লিংকের ইউআরএল যাচাই করে নিতে হবে।
★ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড কখনো কাউকে দেওয়া যাবে না বা অন্য কোনো ডিভাইসে অ্যাকাউন্ট লগইন করা থাকলে তা ডিলিট করতে হবে।
★ অনলাইন জব বা বিভিন্ন ধরণের চাকরি, এমনকি খুব দ্রুত বেশি লাভে অর্থপ্রাপ্তির প্রলোভন দেখানো এসব থেকে নিজেকে দূরে রাখতে হবে।
★ অপরিচিত কেউ বন্ধুত্ব করতে চাইলে সবার আগে তার অ্যাকাউন্টটি যাচাই করে পদক্ষেপ গ্রহণ করতে হবে।