।। উপজেলা প্রতিনিধি ।।
জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন। দীর্ঘদিন পর গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটি উদ্ধার করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেই ধারা অব্যাহত রেখে দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। তিনি নৌকা প্রতীকে ৫৪৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ডা. আককাছ আলী সরকার ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৪৩৬০ ভোট।
জানা গেছে, ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৭ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৭১ হাজার ৫৭০ এবং নারী এক লাখ ৭৫ হাজার ৬৯১জন। রবিবার (০৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬৭৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ পেতে হবে। সে হিসেবে এ আসন থেকে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জামানত হারিয়েছেন ৫ জন।
তারা হলেন, জাতীয় পার্টির আব্দুস সোবহান (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন সাত হাজার ২৭৭, তৃণমূল বিএনপির আব্দুল বাতেন(সোনালী আঁশ)১২৫, ন্যাশনাল পিপলস পার্টির মোসাদ্দেকুল আলম (আম) ৮৭, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান (গামছা) ২২২, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের অ্যাড. সাফিউর রহমান (নোঙ্গর) প্রতীকে পেয়েছেন ২৬০ ভোট।
//নিউজ//উলিপুর//মালেক/জানুয়ারি/০৮/২৪