।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম জেলার ৪টি নির্বাচনী আসনের মধ্যে বে-সরকারি ফলাফলে দুটি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা, একটিতে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা এবং একটি আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা বিজয়ী হয়েছে। রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ রোববার (০৭ জানুয়ারি) রাতে কন্ট্রোল রুম থেকে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে জানা যায়, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী) আসনে জাতীয় পার্টির এ কে এম মোস্তাফিজুর রহমান ( ৮৮,৪০৫ ভোট) পেয়ে বেসরকারিভাবে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির আব্দুল হাই পেয়েছেন(৬১,১২৩ভোট)।
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা.হামিদুল হক খন্দকার(১,০১,৯২৯ ভোট) পেয়ে বেসরকারিভাবে বিজয়ী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ পেয়েছেন (৪৭,১০০ ভোট)।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে আ.লীগের সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ( ৫৪,৪৪৯ ভোট) পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আক্কাস আলী পেয়েছেন (৩৪,৩৬০ ভোট)।
কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনে আ.লীগের প্রার্থী বিপ্লব হাসান পলাশ (৮১,১৩২ ভোট) পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী পেয়েছেন ( ১২,৬৫২ ভোট)।