।। উপজেলা প্রতিনিধি ।।
কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে ধরা পড়ার পর এক যুবকের ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে দায়িত্ব অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তাকে অব্যহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বুড়াবুড়ী ইউনিয়নের মন্ডলের হাট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। দণ্ডপ্রাপ্ত মাহাতাব হোসেন রুদ্র (২৪) ওই ইউনিয়নের রামেশ্বর শর্মা গ্রামের বাসিন্দা এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কহিদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত মাহতাব হোসেন রুদ্র কয়েকজনকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করে জোর পূর্বক নৌকার ব্যালট পেপার নিয়ে সিল মেরে চলে যান। এরপর তিনি কেন্দ্রের বাইরে গিয়ে আবারও ফিরে আসেন। ভোটকক্ষে থাকা পোলিং অফিসাররা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলে তারা রুদ্রকে আটক করে। এসময় তার সঙ্গীরা পালিয়ে যায়।
ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায় ঘটনা স্থলে উপস্থিত হয়ে মাহাতাব হোসেন রুদ্র নামে ওই যুবককে জাল ভোট দেয়ার অপরাধে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত মাহাতাব হোসেন রুদ্রু, প্রত্যাহারকৃত প্রিজাইডিং কর্মকর্তা মোখলেছুর রহমান ও ওই বিদ্যালয়ের পিয়ন আসাদুজ্জামানকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/জানুয়ারি/০৭/২৪