|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, জানুয়ারি ০৬, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ
ফুলবাড়ী উপজেলায় ৫০ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। এছাড়াও রাজারহাটে ৬৩টি, কুড়িগ্রাম সদরে ৯১ ভোট কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই উপজেলার ভোট কেন্দ্র ভোট নেওয়ার উপযোগী করে তোলা হয়েছে। সার্বক্ষনিক ভাবে ফুলবাড়ী উপজেলার ভোট কেন্দ্রে গুলোতে নজরদারী রাখতে পুলিশ, ২ প্লাটুন বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাছাড়া ভোটগ্রহণ ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কেমন হবে তা ভোট ভোট গ্রহণ শেষে বুঝা যাবে।
➤ কুড়িগ্রামে লাঙ্গল প্রার্থীর শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে জেলা যুবলীগের সংবাদ সম্মেলন
বক্তারা বলেন, গত ৪ ডিসেম্বর কুড়িগ্রাম-২ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী পনির উদ্দিন আহমেদ সদর উপজেলার হলোখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে অসৌজন্যমুলক কথাবার্তা বলেন। যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগকে হেনস্তা করা হয়েছে।
https://www.ulipur.com/?p=29482