|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, জানুয়ারি ০৫, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে নৌকার প্রচারণায় ছাত্রলীগের সাবেক সভাপতি জয়
আল নাহিয়ান খান জয় বলেন, কুড়িগ্রাম ছাত্রলীগের ত্যাগী নেতা ছিলেন বিপ্লব হাসান পলাশ। এই নির্বাচনে ক্ষমতাসীন দল ছাত্রলীগের বেশ কয়েকজন যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়া হয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছেন বিপ্লব হাসান। দেশের উন্নয়ন অব্যাহত রাখাতে নৌকা মার্কাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে।
➤ কুড়িগ্রামে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিনের বক্তব্য ভাইরাল
ভাইরাল হওয়া বক্তব্যে শোনা যায়, আপনারা পাঁচ বছর পর আমাকে ভোট দেন নাই? পাঁচ বছর ফির আচ্ছি। কাইও কয় পাঁচ বছর কডে ছিলেন? কাইও কয় এডা কি কললেন, কাইও কয় ওডা কি কললেন। কাইও কয় আমার বলে উন্নয়ন নাই। তা কার উন্নয়ন আছে? ওমরা কয় শেখ হাসিনার উন্নয়ন। শেখ হাসিনা কি এমপি এডায়। এটে কি শেখ হাসিনা এমপি? এখানে কে এমপি? জাতীয় পার্টির এমপি পনির উদ্দিন আহমেদ এমপি। শেখ হাসিনা কি বাপ জোয়াতির টাকা দিয়া উন্নয়ন করছে?
https://www.ulipur.com/?p=29464
➤ উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
উলিপুরে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বাবলু মিয়া (৫০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বেলা ১১ টায় পৌর শহরের বদলীপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। বাবলু ওই গ্রামের মৃত এবারত আলীর পুত্র এবং তিনি তিন সন্তানের জনক ছিলেন।
https://www.ulipur.com/?p=29462