নিজস্ব প্রতিবেদকঃ
প্রতি বছরের মত এবারও ১ জানুয়ারি ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করবে সরকার। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় উলিপুর উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে সরকার আগামীকাল ৬০ হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করবে।
এবার পাঁচটি ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবার ব্রেইল পদ্ধতিতেও বই ছাপা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রাথমিক স্তরের সকল বই প্রস্তুত ও বিতরণের কাজ শেষ ইতিমধ্যেই করেছে।
উলিপুরে বই বিতরনের প্রস্তুতির বিষয়ে উলিপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হরে কৃষ্ণ রায় বলেন, উলিপুর উপজেলার ১৬৬ টি প্রাথমিক বিদ্যালয় সহ কিন্ডার গার্ডেন স্কুলে বই পৌছানো হয়েছে। ১ জানুয়ারি বই উৎসবের মাধ্যমে উলিপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেওয়া হবে।