|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, জানুয়ারি ০৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ শীত ও কুয়াশায় কাঁপছে কুড়িগ্রাম, সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫
উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা। এদিকে ঘন কুয়াশা থাকায় বিঘ্নিত হচ্ছে বিভিন্ন যান চলাচল। দিনের বেলায় সড়কে হেট লাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে যাতায়াত করতে দেখা গেছে।
https://www.ulipur.com/?p=29425
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৭
গ্রেফতারকৃতরা হলেন জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (কুড়িগ্রাম-০১, নাগেশ্বরী-০৪, ফুলবাড়ী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (কুড়িগ্রাম), নিয়মিত মামলায় গ্রেফতার ০৯ জন (রৌমারী) সহ মোট ১৭ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=29422
➤ চিলমারীতে বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান
মঙ্গলবার (০২ জানুয়ারি) বিকেলে থানাহাট এ ইউ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আওয়ামী লীগের নৌকা প্রার্থী অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশের সমর্থনে নির্বাচনী জনসভায় আনুষ্ঠানিকভাবে বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার ও উপস্থিত প্রায় তিন শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
https://www.ulipur.com/?p=29435
➤ চিলমারীতে মিনি মিউজিয়ামে কিশোরী ব্রিগেড ফোর্সের কার্যালয়, মুক্তিযোদ্ধাদের ক্ষোভ
চিলমারীর ইতিহাস, সংস্কৃতি, কালের সাক্ষীসহ মুক্তিযুদ্ধের দুর্লভ চিত্রশিল্পী ফুটে তোলা হয়েছে এই মিউজিয়ামটিতে। এতে স্থানীয় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে এবং চিলমারী সম্পর্কে জানতে পারবেন। বুধবার সকালে মিনি মিউজিয়ামটি দখল করে ‘উপজেলা কিশোরী ব্রিগেড ফোর্স’র নামে একটি স্থানীয় ক্লাবের অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
https://www.ulipur.com/?p=29432