বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১২ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৮ জনকে নিয়োগ দেবে। শূন্য পদগুলো হলো ৯তম গ্রেড থেকে ১৬তম গ্রেড পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: কর্মচারী সংযোগ কর্মকর্তা
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডিপ্লোমা ইন পার্সোনাল ম্যানেজমেন্ট/ডিপ্লোমা ইন ইন্ডাষ্ট্রিয়াল ম্যানেজমেন্ট থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
২. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে প্রকৌশলীতে ডিপ্লোমা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
গ্রেড: ১০
৩. পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
৪. পদের নাম: সহকারী নিরীক্ষা কর্মকর্তা
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
৫. পদের নাম: সহকারী সমন্বয় কর্মকর্তা
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: শিল্প ব্যবস্থাপনায় বা পার্সোনাল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা
গ্রেড: ১১
৬. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোন সরকারি প্রাতিষ্ঠান/বড় কোন প্রতিষ্ঠান/বাণিজ্যিক প্রতিষ্ঠান/সেক্টর করপোরেশনে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৭. পদের নাম: নিরীক্ষা সহকারী
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: বড় কোন প্রতিষ্ঠান হতে নিরীক্ষা এবং হিসাবের উপর কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৮. পদের নাম: দপ্তর সহকারী
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কোন প্রতিষ্ঠানে প্রশাসন এবং পার্সোনাল মেটারস এ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৯. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে ক্ষমতা সম্পন্ন হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৮০ শব্দ ও ইংরেজি ১০০ শব্দের গতি এবং টাইপিংয়ে পতি মিনিটে বাংলায় ৩০ ও ইংরেজি ৪৫ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
১০. পদের নাম: জ্যেষ্ঠ করণিক
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কোন শিল্প প্রতিষ্ঠানে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
গ্রেড: ১৫
১১. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: নবম শ্রেণি পাস অথবা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: ট্রেড সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা এবং ট্রেড সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
১২. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা এবং ভারী যানবাহনের ড্রাইভিং লাইসেন্সসহ যানবাহরের যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ কাজে জ্ঞান থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে ১নং থেকে ১২নং পদের জন্য অনুর্ধ্ব ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে।
সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদন ফি: যেকোনো তফসিলি ব্যাংক হতে ক্রমিকে উল্লিখিত ১নং পদের জন্য ৬০০/- টাকা, ২নং পদের জন্য ৫০০/-টাকা ও ক্রমিকে ৩ থেকে ৯নং পদের জন্য ৩০০/-টাকা এবং ১০ থেকে ১২নং পদের জন্য ২০০/-টাকা মূল্যের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা বিটিএমসির www.btmc.gov.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে ফরম পূরণ করতে হবে এবং আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সনদেপত্রের সত্যায়িত কপি ও প্রথম শ্রেণির গ্যাজেটেড কর্মকর্তা/ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক চারিত্রিক সনদপত্র, ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর ও পৌরসভা/ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ প্রার্থীকে খামের উপরে পদের নাম ও নিজ জেলা স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে, আবেদনপত্রে প্রার্থীর বয়স উল্লেখ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত তিন কপি রঙিন ছবি এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডার চেয়ারম্যান, বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন ৭-৯,কাওরান বাজার, ঢাকা-১২১৫ এর অনুকূলে সংযুক্ত করে প্রার্থীকে অবশ্যই অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি বিটিএমসির প্রধান কার্যালয়ে সংরক্ষিত বাক্সে আবেদনপত্র জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জানুয়ারি ২০২৪।