|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, জানুয়ারি ০১, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রাম-৪ আসনে জেপির প্রার্থী রুহুল আমিন সিসিইউতে
সোমাবার ভোর ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়।
➤ কুড়িগ্রামে আড়ম্বরপূর্ণভাবে বই উৎসব পালিত
উৎসবের এ দিনে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পর্যায়ক্রমে দুটি প্রতিষ্ঠানে প্রথম শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ।
https://www.ulipur.com/?p=29366
➤ উলিপুরে অসহায় ব্যক্তির পাশে পৌর মেয়র ও উপজেলা প্রশাসন
রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান, পৌর মেয়র মামুন সরকার মিঠু, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা শফিকুলের বাড়িতে যান। এ সময় তাকে ৩০ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, মরিচ, সাবানসহ নগদ তিন হাজার টাকা প্রদান করা হয়।
https://www.ulipur.com/?p=29370
➤ উলিপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বিএনপি কর্মীর বাধা
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ডা. আককাছ আলী সরকার। সোমবার বিকেলে আরাফাত হোসেন (৩০) নামে এক কর্মী আককাছ আলী সরকারের ট্রাক প্রতীকের প্রচারণায় প্রাইভেটকার যোগে বজরার দিকে যাচ্ছিলেন। এ সময় গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছিলে রয়েল গাড়িসহ ওই কর্মীকে আটকে দেন।
https://www.ulipur.com/?p=29375