।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে নতুন বছরের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। নতুন শ্রেণিতে নতুন বছরের প্রথম দিনেই কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে একযোগে এ বই উৎসব পালিত হয়।
উৎসবের এ দিনে কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পর্যায়ক্রমে দুটি প্রতিষ্ঠানে প্রথম শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ। এসময় জেলা শিক্ষা অফিসার শামছুল আলমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, প্রধান শিক্ষক রোখসানা পারভীন, প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।
এছাড়াও জেলা সদরের অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় (পুরাতন গার্লস), কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুলসহ অন্যান্য বিদ্যালয়ে অনুরূপ বই উৎসব কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সহ-সভাপতি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবু মোঃ সাঈদ হাসান লোবান, প্রধান শিক্ষক আবু হোসেন সরকার, কমিটির সদস্য জাহাঙ্গীর ইসলাম রজব, নয়ন আহমেদ, রুখসাত আল মোর্শেদ লায়নসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকগণ প্রমুখ।
একই কর্মসূচি জেলার ৯টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথভাবে পালিত হয়।
প্রসঙ্গত, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক অফিস সুত্রে জানা যায়, চলতি বছর প্রাথমিক বিদ্যালয়ের জন্য ১৪ লক্ষ ১৪ হাজার ৬৮০ পিস বইয়ের চাহিদায় শতভাগ বই বিতরণ করা হয় এবং মাধ্যমিক পর্যায়ে ৩৫ লক্ষ ২৫ হাজার ৬৬২ পিস বইয়ের চাহিদার মধ্যে ৩০ লক্ষ ৬০ হাজার ২৬১ পিস বই বিতরণ করা হয়।