প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতে ৭ ক্যাটাগরির শূন্য পদে ৬তম গ্রেড থেকে ২০তম গ্রেডে মোট ২৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: প্রোগ্রামার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা-স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে অন্যূন ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
গ্রেড: ০৬
২. পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ০৮
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি বা সমমানের সিজিপিএ বা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ৪ বছর মেয়াদি প্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি বা সমমানের সিজিপিএ। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৩. পদের নাম: সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৪. পদের নাম: হিসাব রক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) বা সমমানের সিজিপিএ। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: এমএস অফিস ও ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা হতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৫. পদের নাম: সাটমুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৩
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমানের ডিগ্রি। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে পয়োজনীয় অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজি ৭০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে পতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজি ৩০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৬. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে পতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজি ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি কাজে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ/সমমানের সিজিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে ১নং পদে ১৮ থেকে ৩৫ বছর এবং ক্রমিকে ২ থেকে ৭নং পদে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত হতে হবে।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
ক্রমিকে উল্লিখিত ১, ২, ৩, ৪ ও ৬নং পদে দেশের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে ক্রমিকে উল্লিখিত ৫নং পদে কুড়িগ্রাম জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এবং ক্রমিকে ৭নং পদে নওগাঁ, খুলনা, ঝিনাইদহ, রংপুর, মেহেরপুর, বাগেরহাট, বগুড়া ও কিশোরগঞ্জ জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৪নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ৬৯/- টাকা, সর্বমোট ৬৬৯/- টাকা, ক্রমিকে ৫ ও ৬নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে উল্লিখিত ৭নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http//nsda.teletalk.com.bd
আবেদনের সময়সীমা: ০৩ জানুয়ারি সকল ৯টা থেকে ২৫ জানুয়ারি ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।
সূত্র: জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-প্রধানমন্ত্রীর কার্যালয়।