|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৫
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০২ জন (উলিপুর-০১, ঢুষমারা-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৫ জন (নাগেশ্বরী-০২, ভূরুঙ্গামারী-০১, কচাকাটা-০২), ১৫১ ধারা ০৬ জন (কুড়িগ্রাম-০৫, নাগেশ্বরী-০১) সহ মোট ১৫ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=29266
➤ কুড়িগ্রাম সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
কুড়িগ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে কুড়িগ্রাম সরকারি কলেজের রেড ক্রিসেন্ট ইউনিট। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কলেজ মাঠে ৪ শতাধিক অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=29273
➤ কুড়িগ্রামে জলবায়ু অভিযোজন কর্মশালা অনুষ্ঠিত
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে ব্রিটিশ কাউন্সিলরের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে পরিবেশ ও জলবায়ু বিষয়ক যুব সংগঠন ইয়ুথনেট। কর্মশালাটি উদ্বোধন করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর।
https://www.ulipur.com/?p=29277
➤ উলিপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করায় স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
লীয় সিদ্ধান্ত অমান্য কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. আক্কাছ আলী সরকারের (ট্রাক) পক্ষে কাজ করছিলেন আব্দুল আউয়াল। এর কয়েকটি ছবি উপজেলা নেতৃবৃন্দদের হাতে পৌঁছায়। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়া গেলে বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতাসিম বিল্লাহ মাছুম ও সদস্য সচিব রাজ্জাকুল হোসেন রিপন স্বাক্ষরিত এক পত্রে তাকে বজরা ইউনিয়নের আহ্বায়ক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারাদেশ জারি করা হয়।
https://www.ulipur.com/?p=29284
➤ নির্বাচনে সাংবাদিকরা নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারবেন: রৌমারীতে র্যাব অধিনায়ক
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে র্যাব-১৪ এর জামালপুর সিপিসি-১ আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
https://www.ulipur.com/?p=29281