।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে স্থানীয় নেতৃত্বের অভিযোজনের জন্য যুব ক্ষমতায়ন সৃষ্টির লক্ষ্যে জলবায়ু অভিযোজন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে ব্রিটিশ কাউন্সিল এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে পরিবেশ ও জলবায়ু বিষয়ক যুব সংগঠন ইয়ুথনেট। কর্মশালাটি উদ্বোধন করেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, জেলা সমন্বয়ক সুজন মোহন্ত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস জেড অপু এবং আরিফুল রহমান শুভ সহ সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্য এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ৩০ জন সদস্য।
কর্মশালায় ইয়ুথনেটের কো -অর্ডিনেটর সোহানুর রহমান জানান, ঢাকায় ব্রিটিশ কিংসের বার্থডে পার্টির কিছু অনুদান দিয়ে আমরা একটি পুরোদস্তুর প্রকল্প ডিজাইন করেছি। জলবায়ু পরিবর্তনের কারণে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কুড়িগ্রামের চর এলাকার তরুণদের ক্ষমতায়ণ করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন।
প্রধান অতিথি আলহাজ্ব আবদুল গফুর বলেন এই কর্মশালাটির মাধ্যমে জেলার তরুণ তরুণীরা এডাপটেশন ও যুব নেতৃত্বে ভূমিকা রাখবে। এবং তিনি সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
কর্মশালায় অংশগ্রহণকারী রুবাইয়া জান্নাত বলেন, এই কর্মশালাটির মাধ্যেমে জলবায়ু পরিবর্তন এবং তরুণ-তরুণীরা কিভাবে স্থায়িত্ব পর্যায়ে নেতৃত্ব দিতে পারে তা শিখেছি।
//নিউজ/কুড়িগ্রাম//সুজন-মোহন্ত/ডিসেম্বর/২৮/২৩