।। টেক ডেস্ক ।।
জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের অসংখ্য অ্যাপ স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারে সকলের কাছে আরও সহজ করে তুলেছে। আমরা অনেকেই ছবি, ফাইল ও প্রয়োজনীয় সব ডাটা গুগলের পরিষেবা গুগল ড্রাইভে সংরক্ষণ করে রাখি। অধিকাংশ ক্ষেত্রে গুগল ড্রাইভে সংরক্ষিত ডাটা থেকে অপ্রয়োজনীয় ছবি ও ফাইল ডিলিট করতে গিয়ে ভুলবশত গুরুত্বপূর্ণ ডাটা ডিলিট করে ফেলি। ফলে আমাদের প্রায়শই নানা ধরণের বিড়ম্বনায় পড়তে হয়। এরই ধারাবাহিকতায় জায়ান্ট গুগল ডেস্কটপ অ্যাপের জন্য ড্রাইভ আপডেটের পাশাপাশি গুগল সংস্করণের সম্পূর্ণ নতুন একটি ফিচার যুক্ত করেছে। যা সিঙ্ক সমস্যার কারণে হারিয়ে যাওয়া ফাইলসহ কোনো কারণে ডিলিট হওয়া ফাইল পুনরুদ্ধার করে দিতে পারে অনায়াসেই।
চলুন তাহলে জেনে নেয়া যাক গুগল ড্রাইভে যুক্ত করা নতুন ফিচার ব্যবহারের উপায়ঃ-
★ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য ডিভাইসে ওপেন ড্রাইভ চালু করতে হবে। এটি সাধারণত ইনস্টল করা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের তালিকার মধ্যেও পাওয়া যেতে পারে।
★ম্যাক ব্যবহারকারীদের জন্য ডিভাইসের স্ক্রিনে ওপরে মেনুবার বা উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য নিচের দিকে ডানপাশে থেকে সিস্টেম ট্রায় খুঁজে বার করতে হবে।
★তারপর নির্বাচন করা মেনুবার বা সিস্টেম ট্রায় থেকে ডেস্কটপের জন্য ড্রাইভ আইকন নির্বাচন করতে হবে। একটি মেনু খুলতে বা অ্যাপ্লিকেশন সম্পর্কে বিকল্প অতিরিক্ত কোনো প্রদর্শন করতে এটিতে ক্লিক করা প্রয়োজন।
★তারপর ডেস্কটপের কি-বোর্ড থেকে শিফট বাটন চেপে ধরতে হবে।
★কি-বোর্ডের শিফট বাটনে চেপে ধরা অবস্থায় ড্রাইভ ফর ডেস্কটপ নির্বাচন মেনুতে ‘সেটিংস’ বিকল্প আইকনে ক্লিক করতে হবে।
★তারপর স্ক্রিনে একটি সাবমেনু বা সেটিংস উইন্ডো লক্ষ্য করা যাবে এবং “রিকোভারি ফ্রম ব্যাকাপস” অপশন সার্চ দিতে হবে।
★“রিকোভারি ফ্রম ব্যাকাপস” অপশনটি আগের সংরক্ষিত ব্যাকআপগুলো থেকে ফাইল বা ডাটা পুনরুদ্ধার করতে সহায়তা করে।
★এবার “রিকোভারি ফ্রম ব্যাকাপস” অপশনটি নির্বাচন করার পর তাতে ক্লিক করা মাত্রই রিকোভারি বৈশিষ্ট্যটিতে অ্যাক্সেস পাওয়া যাবে।