।। টেক ডেস্ক ।।
চাহিদা ও আগ্রহের উপর নির্ভর করে অনেকেই পুরোনো ব্যবহৃত স্মার্টফোন বিক্রি করে নতুন ফোন কেনেন। আবার কেউ কেউ আছে চুক্তিসাপেক্ষে নতুন ফোনের সঙ্গে পুরোনো স্মার্টফোন এক্সচেঞ্জ করেন। স্মার্টফোন বিক্রির ফলে যেহেতু ব্যক্তি মালিকানা পরিবর্তন হয়, সুতরাং পুরোনো স্মার্টফোন বিক্রির সাথে সাথে নিরাপদে সংরক্ষণ করে রাখতে হবে তথ্যও। তাই ব্যবহৃত স্মার্টফোন বিক্রি বা এক্সচেঞ্জ করার সময় বেশকিছু বিষয়ে সতর্ক থাকা জরুরী। অন্যথায় তথ্য সুরক্ষা নিয়ে তৈরি হতে পারে আর্থিকসহ নানা ধরণের ঝামেলা।
চলুন তাহলে জেনে নেওয়া যাক ব্যবহৃত স্মার্টফোন বিক্রির আগে যে বিষয়গুলোতে নজর দেয়া জরুরীঃ-
★ স্মার্টফোন বিক্রির আগে অবশ্যই ব্যাংক ও আর্থিক সেবার অ্যাপ ডিলিট করতে হবে। কেননা স্মার্টফোনে এসকল অ্যাপ চালু থাকলে পরবর্তীতে আর্থিক ক্ষতির কারণও দেখা দিতে পারে।
★ স্মার্টফোনে সংরক্ষিত রাখা কল রেকর্ডস ও বার্তা খেয়াল করে অবশ্যই ডিলিট করে ফেলতে হবে। যদি গুরুত্বপূর্ণ কল রেকর্ডস বা বার্তা থাকে সেগুলো ডিলিট না করে আলাদা কোনো স্থানে বা ক্লাউড সেবায় সংরক্ষণ করতে হবে।
★ অধিকাংশ ক্ষেত্রে স্মার্টফোনের স্টোরেজে থাকা ছবি, ভিডিও ও অসংখ্য মাল্টিমিডিয়া আধেয় বা কনটেন্ট জরুরীভিত্তিতে প্রয়োজন পরে। তাই ফোন বিক্রির আগে সেগুলো ডিলিট না করে আলাদা কোনো স্থানে সংরক্ষণ করে তারপরে ডিলিট করা যেতে পারে।
★ স্মার্টফোনের তথ্য সংরক্ষণ করে রাখার জন্য এক্সটারনাল ড্রাইভ ব্যাকআপ ব্যবহার করা ভালো।
★ ফোন বিক্রি করার পূর্বে স্মার্টফোনে যুক্ত করা ই-মেইল, ব্যাংকসহ সব ধরণের অ্যাকাউন্ট লগআউট করে দিতে হবে।
এছাড়াও মাইক্রো এসডি কার্ড, সিম কার্ড সরানো বা তথ্য ডিলিট করা, হোয়াটসঅ্যাপ ব্যাকআপ রাখা, এনক্রিপশন মুছে ফেলতে হবে এবং সবশেষে স্মার্টফোন ফ্যাক্টরি রিসেট দিতে হবে।