তালাত মাহামুদ রুহান (দুর্গাপুর):
দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায়ের বেলেরতল থেকে পাঁচপীর আনন্দ বাজারগামী (বোর্ড স্কুল এর পাশেই) রাস্তার কালভার্টটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। বেলেরতল থেকে আন্দবাজার যাওয়ার একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে থাকায় এলাকাবাসীর কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি। এলাকার বাসিন্দা মো. সফিউল ইসলাম জানান, গত জুন মাসের দিকে মালবাহী এক অটোরিক্সা এই কালভার্ট পার হওয়ার সময় কালভার্টটি ভেঙে পড়ে। ফলে অটোর ড্রাইভার গুরুতর আহত হন।
কালভার্টটি ভেঙে যাওয়ার পর রাস্তার দু’পাশে বাঁশ ও বিভিন্ন গাছের ডাল দিয়ে এটি বন্ধ করা হয়। ফলে বাধ্য হয়ে পাশের জমি দিয়ে এলাকাবাসীকে যাতায়াত করতে হয়। কিন্তু জমিটিতে কিছুদিনের মধ্যে ধান রোপণ করা হলে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন এই এলাকার প্রায় দুই হাজার মানুষের যোগাযোগব্যবস্থা একেবারেই বন্ধ হয়ে যেতে পারে।
সরেজমিনে দেখা য়ায়, এই কালভার্ট ভাঙা থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় কৃষি পণ্য নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছেন এলাকার কৃষকরা। এছাড়া স্কুল ও কলেজগামী ছাত্র-ছাত্রী এবং পথচারীদের স্বাভাভিক চলাফেরা বাধাগ্রস্থ হচ্ছে।
এ বিষয়ে দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবেদ আলী সরদারের সঙ্গে যোগোযোগ করা হলে তিনি বলেন, এই কালভার্টটির বেহাল দশা সম্পর্কে তিনি অবগত আছেন এবং তা ঠিক করার চেষ্টা করছেন। জানুয়ারিতে সরকারি বা বেসরকারি কোনো সংস্থার কাছ থেকে অনুদান পেলে কালভার্টটির নির্মাণ কাজ পুনরায় চালু করবেন বলে আশা দেন।
এলাকার মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ সরকার বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তাটি ব্যাবহার অনুপযোগী হয়ে পড়ে রাস্তাটি। কোন মুমূর্ষু রোগিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে।