আল সাবাহ্ (উলিপুর):
মাত্র ১৫ মিনিটের বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে উলিপুর পৌরসভার পোষ্ট অফিসের মোড়, গবার মোড়সহ পৌরসভার প্রধান প্রধান সড়ক। সৃষ্টি হয় তীব্র যানজট। পাঁচ মিনিটের পথ যেতে লাগে ১৫ মিনিট। দুর্ভোগে পরেন উলিপুর পৌরবাসীসহ বাস, অটো, জেএসএ, অটো রিক্সা, রিক্সা এবং অন্যান্য পরিবহনের যাত্রীরা। আজ দুপুর আড়াইটার দিকে উলিপুরের হালকা বৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মি. স্থায়ী হয় সে বৃষ্টি। তাতেই উলিপুরের পোষ্ট অফিস মোড়সহ প্রায় সব প্রধান সড়ক তলিয়ে যায়। দেখলে মনে হয় নদী এলাকা।
অটোরিকশা চালক লিয়াকত আলীর সাথে কথা বলে জানতে পারি, অল্প বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় মোটর ও ব্যাটারিতে পানি প্রবেশ করে রাস্তায় বিকল হয়ে পড়ে বেশ ক’টি অটোরিকশা। স্বাভাবিক সময়ে ১০ মিনিটও লাগে না সেখানে যেতে সময় লাগছে আধাঘন্টা।
উলিপুর উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম বলেন, পানি নেমে যেতে পারেনা বলেই জলাবদ্ধতা দেখা দেয়। যে রাস্তাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা মেরামত করে ড্রেনগুলো পরিষ্কার রাখলে এ অবস্থা এড়ানো যেতে পারে বলে মতামত দেন।