।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে ইউপি চেয়ারম্যানের পুত্রকে ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুরের কনিষ্ট পুত্র মোঃ ফরিদুল ইসলাম ফরহাদ (২৫)। রবিবার (২৪ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কুড়িগ্রাম গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মোঃ ফরিদুল ইসলাম ফরহাদ নামের ওই যুবকের মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি পুলিশ।
ইয়াবাসহ চেয়ারম্যান পুত্র ফরিদুল ইসলাম ফরহাদকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর বলেন, ‘একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে। আমি যতটুকু শুনেছি পাশে একজন মেয়ের কাছে মূলত ইয়াবা উদ্ধার করে, কিন্তু ডিবি পুলিশ মেয়েটিকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে গ্রেফতার করে।’
এ ব্যাপারে কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আইয়ুব আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় ডিবির একটি চৌকস টিম চেয়ারম্যান পুত্র ফরহাদের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৮০০ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।