।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে হারিয়ে যাচ্ছে গ্রাম-গঞ্জে ছোট ছোট নালা ও খাল-বিলে মাছ ধরার উৎসব। বর্ষাকালে নিচু খাল-বিল ও ডোবা পানিতে ভরে যায়। আবার শীতকালে খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ায় মাছ ধরার ধুম পড়ে যেত। এখন আর সেই দৃশ্য সচরাচর চোখে পড়ে না।
রবিবার (২৪ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়নের কুড়ারপাড় বাজার এলাকার রাস্তার পাশে খালে নারী-পুরষ কাঁদায় হাত দিয়ে দেশীয় কিছু মাছ ধরতে দেখা যায়। ডোবার কাঁদায় নারী-পুরুষ একসাথে আনন্দ করে দেশীয় শোল, টাকি, পুঁটিসহ বিভিন্ন জাতের মাছ ধরছে। রাস্তায় দাঁড়িয়ে কিছু মানুষ মাছ ধরার স্বাদ নিচ্ছে।
এসময় এলাকার আকবর আলী বলেন, আগে আমরা গ্রামের সকলে মিলে ঠিক করতাম কোন দোলায় মাছ ধরব। এরপর ভোরে সকলে মিলে খালে বা ডোবায় নামতাম। খালে একটু পানি বেশি থাকলে তা বালতি দিয়ে ছেঁকিয়ে তারপর কাঁদায় মাছ ধরতাম। সেই আনন্দটা এখনো আমার চোখে ভাসে। এখন তো বাজারে চাষ করা মাছ কিনে খেতে হয়।
কুড়িগ্রাম সদরের পাঁচগাছি কদমতলা এলাকার মোঃ নজরুল ইুসলাম বলেন, এখন তো এ ধরণের মাছ ধরার দৃশ্য আর চোখে পড়ে না। হারিয়ে যাচ্ছে মাছ ধরার উৎসবের দিনগুলো। আগে আমরা এই সময়ে কত ডোবায়, খাল-বিলে মাছ ধরেছি। সাথে ছোট ছোট ছেলে মেয়েরাও মাছ ধরত। বহুদিন পর মাছ ধরা দেখে আমার খুব ভালো লাগল।