|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ মার্কা নিয়ে গণসংযোগে ব্যস্ত কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থীরা
কোন প্রার্থী এগিয়ে কে পিছিয়ে কার সঙ্গে কার লড়াই হবে কার মার্কা ভালো এমন আলোচনা আর সমালোচনা নিয়েও চলছে তর্ক বির্তক। তবে এবারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে তেমন সারা না পড়লেও দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
https://www.ulipur.com/?p=29123
➤ কুড়িগ্রামে উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগে দুইটি এমপ্লিফায়ার জব্দ
কুড়িগ্রামে উচ্চ শব্দে মিউজিক বাজানোর অভিযোগে দুইটি এমপ্লিফায়ার জব্দ করেছে পুলিশ। সদরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উচ্চস্বরে মাইক বাজিয়ে শব্দ দূষণ এর মাধ্যমে বিরক্তি সৃষ্টি বন্ধ করার প্রেক্ষিতে সচেতন ও দুই জায়গা থেকে দুইটি এমপ্লিফায়ার জব্দ করেছে।
https://www.ulipur.com/?p=29142
➤ কুড়িগ্রামে কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া, দেখা মিলছে না রোদের
ঠান্ডার প্রকোপ বেশি থাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শিশু ও বৃদ্ধরা অতিরিক্ত ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন। শীত নিবারণে অনেকেই খড়কুটো জ্বালিয়ে তা নিবারণের চেষ্টা করছে। আবার কেউ কেউ শীতের গরম কাপড় কিনতে ফুটপাতের দোকানে ভিড় করছেন।
https://www.ulipur.com/?p=29147