বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৮টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সিনিয়র অফিসার (সাধারণ)
পদসংখ্যা: ৯৭৪টি (সোনালী ব্যাংকে ৪১৪টি, জনতা ব্যাংকে ১০০টি, অগ্রণী ব্যাংকে ২৫০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ৪০টি, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৬৮টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১০টি, প্রবাসীকল্যাণ ব্যাংকে ২০টি, কর্মসংস্থান ব্যাংকে ১২টি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৬০টি)।
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম ২টিতে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
আবেদনকারীর বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৯ জানুয়ারি ২০২৪ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত হতে হবে।
দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS) রকেট এর মাধ্যমে Prepaid Payment পদ্ধতিতে পরীক্ষার ফি বাবদ ২০০/-টাকা (অফেরতযোগ্য) আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে।
আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd/
আবেদনের শেষ তারিখ: ১৯ জানুয়ারি ২০২৪, রাত ১২টা পর্যন্ত।
সূত্র: বাংলাদেশ ব্যাংক।