পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি স্থায়ীভিত্তিতে ১৩টি বিভাগে মোট ২০ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন।
বেতন স্কেল:
অধ্যাপকঃ ৫৬,০০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-০৩)
সহযোগী অধ্যাপকঃ ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-০৪)
সহকারী অধ্যাপকঃ ৩৫৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-০৬)
প্রভাষকঃ ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-০৯)
পদের বিবরণী:
পদসংখ্যা: ২০
অধ্যাপক,পরিসংখ্যান বিভাগ, পদ ১টি
সহযোগী অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, পদ ১টি
সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, পদ ১টি
প্রভাষক, পরিসংখ্যান বিভাগ, পদ ১টি
প্রভাষক, ফার্মেসি বিভাগ, পদ ২টি
প্রভাষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পদ ১টি
প্রভাষক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, পদ ৩টি
প্রভাষক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, পদ ১টি
প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, পদ ২টি
প্রভাষক, লোক প্রশাসন বিভাগ, পদ ২টি
প্রভাষক, বাংলা বিভাগ, পদ ১টি
প্রভাষক, ইংরেজি বিভাগ, পদ ১টি
প্রভাষক, ইতিহাস বিভাগ, পদ ৩টি
দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরনঃ সরকারি।
আবেদন ফিঃ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখায় উল্লিখিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৬০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে এবং এর রশিদ আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।
আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের www.pust.ac.bd ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে সদ্যতোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্র/ জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতা (বেতনক্রমসহ) সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে) প্রকাশনা ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট সকল সনদের সত্যায়িত অনুলিপি (যদি থাকে বা প্রযোজ্য ক্ষেত্রে), ব্যাংক ড্রাফট পে-অর্ডার ও মূল আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা সম্বলিত ১০/-টাকার ডাকটিকিটসহ ফেরত খাম সংযুক্ত করে সকল পদের প্রার্থীদের জন্য ৮ সেট আবেদনপত্র রেজিস্ট্রার, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি), রাজাপুর, পাবনা বরাবরে অফিস চলাকানীন সময়ে (৯টা থেকে ৪টা) কেবলমাত্র ডাকযোগে পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখঃ ১৫ জানুয়ারি ২০২৪, বিকেল ৪টা পর্যন্ত।