|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজারহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
নিহত ওই দুই শিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তেই বাড়ির সামনে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন।
https://www.ulipur.com/?p=29050
➤ কুড়িগ্রাম ৪ আসনে আওয়ামী লীগ বিদ্রোহীসহ প্রতীক নিয়ে ভোটের মাঠে ১০ প্রার্থী
প্রতীক বরাদ্দ তবুও ভোটারদের মাঝে নেই ভোটের আগ্রহ। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীসহ লড়বে ১০ প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণার আগে এবং পরে ভোট আলোচনার ঝড় থাকলেও প্রতীক বরাদ্দের কয়েকদিন আগে থেকেই হঠাতেই ভোটের আলোচনার ঝড় কমে গেছে এলাকায়।
https://www.ulipur.com/?p=29058
➤ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২
নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নাগেশ্বরী থানাধীন হাসনাবাদ ইউনিয়নের চিন্তার চর গ্রামস্থ স্কুলের হাট টু পাখির হাটগামী পাঁকা রাস্তার উপর হতে ফুলবাড়ী থানার কাশিপুর গ্রামের মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম কে ৪০ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটো জব্দ করা হয়।
https://www.ulipur.com/?p=29065
➤ কুড়িগ্রামে রেললাইনের নাট খুলে নিয়েছে দুর্বৃত্তরা
কুড়িগ্রাম-রংপুর রেললাইনের ঠাঁটমারী বদ্ধভূমি এলাকায় অবস্থিত রেলসেতুর উপরের স্লিপারের নাট কে বা কারা খুলে নিয়ে যায়। এ ঘটনায় দুপুরে রেল ওয়েম্যান কুড়িগ্রাম রেল স্টেশন মাস্টারকে খবর দিলে তারা উপস্থিত হয়ে রেল লাইনের সংস্কারের কাজ শুরু করে।
https://www.ulipur.com/?p=29065