।। উপজেলা প্রতিনিধি ।।
প্রতীক বরাদ্দ তবুও ভোটারদের মাঝে নেই ভোটের আগ্রহ। কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীসহ লড়বে ১০ প্রার্থী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণার আগে এবং পরে ভোট আলোচনার ঝড় থাকলেও প্রতীক বরাদ্দের কয়েকদিন আগে থেকেই হঠাতেই ভোটের আলোচনার ঝড় কমে গেছে এলাকায়। দলীয় নেতাকর্মীদের মাঝে নিজ নিজ দলের প্রতীক নিয়ে আলোচনা থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন সারা নেই।
এদিকে সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের পর মাইকিং ও শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠেছে গ্রাম, গঞ্জ ও শহর। পোস্টারে পোস্টারে ছেঁয়ে যাচ্ছে এলাকা। চিলমারী, রৌমারী ও রাজিপুর মিলে কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন। এই আসনে জয় নিতে লড়বেন ১০ জন প্রার্থী বলে জানা গেছে।
প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট বিল্পব হাসান পলাশ (নৌকা) প্রতীক, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোঃ মজিবর রহমান বঙ্গবাসী (ঈগল) প্রতীক স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ বিদ্রোহী অ্যাডভোকেট মাছুম ইকবাল (কাঁচি) প্রতীক স্বতন্ত্র প্রার্থী, আওয়ামী লীগ বিদ্রোহী মোঃ শহিদুল ইসলাম শালু (ট্রাক) প্রতীক স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টির (জেপি) প্রার্থী সাবেক এমপি মোঃ রুহুল আমিন (বাইসাইকেল) প্রতীক, জাতীয় পার্টি (জাপা) প্রার্থী এ কে এম সাইফুর রহমান (লাঙ্গল) প্রতীক, তৃণমূল বিএনপি প্রার্থী মোঃ আতিকুর রহমান খাঁন (সোনালী আঁশ) প্রতীক, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মোঃ আব্দুল হামিদ (ডাব) প্রতীক এবং কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মোহাম্মদ আবু শামিম হাবীব (গামছা) প্রতীক নিয়ে লড়বেন।
সূত্র মতে বাতিল হওয়ার পর আবারও প্রার্থিতা ফিরে পেয়েছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী ডা. ফারুকুল ইসলাম তিনি স্বতন্ত্র হিসাবে লড়বেন।
//নিউজ/চিলমারী//সোহেল/ডিসেম্বর/১৯/২৩