|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, ডিসেম্বর ১৮, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ৮ বছর ধরে উলিপুরের পলাতক আসামীকে রংপুর থেকে গ্রেফতার
উলিপুর থানাধীন গোবিন্দ জিউ মন্দিরের মূর্তি ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় ২০০৮ সালে মামলা রুজু হয়। মামলা রুজুর পর থেকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর গত ২০১৫ সালে মহামান্য আদালত উক্ত মামলায় অভিযুক্ত উলিপুর হায়াৎখাঁ এলাকার মোঃ চাঁন মিয়া কে ৩ বছরের সাজা প্রদান করেন। সাজার ভয়ে উক্ত আসামী বিভিন্ন জেলায় বিভিন্নভাবে ছদ্মবেশে দীর্ঘ ৮ বছর পলাতক ছিল।
https://www.ulipur.com/?p=29015
➤ ফুলবাড়ী ও কচাকাটায় মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ২
ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম রবিবার (১৭ ডিসেম্বর) রাতে ফুলবাড়ী থানাধীন ১নং নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি গ্রাম থেকে তালুক শিমুলবাড়ি (রাবাইটারী) গ্রামের মাদক কারবারি মোঃ মাইদুল ইসলামকে ২ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=29020
➤ কুড়িগ্রামে ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রদান করা হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আরীফ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন।
https://www.ulipur.com/?p=29027
➤ উলিপুরে ১৬ মামলার দুর্ধর্ষ আসামী শাহিনুর গ্রেফতার
বিভিন্ন জেলায় মাদক ও খুনসহ প্রায় ১৬টি মামলার সাথে জড়িত থাকা দুর্ধর্ষ আসামী শাহিনুর নানা অপকৌশলে পুলিশের চোখ এড়িয়ে দীর্ঘদিন পলাতক ছিল। শাহিনুরের বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে। উলিপুর থানার একটি চৌকশ টিম উক্ত পলাতক দুর্ধর্ষ শাহিনুরের গতিবিধির প্রতি রেখেছিল সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ।