।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে পুলিশের অভিযানে ১৬টি মামলার দুর্ধর্ষ আসামী শাহিনুর কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলায় মাদক ও খুনসহ প্রায় ১৬টি মামলার সাথে জড়িত থাকা দুর্ধর্ষ আসামী শাহিনুর নানা অপকৌশলে পুলিশের চোখ এড়িয়ে দীর্ঘদিন পলাতক ছিল। শাহিনুরের বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলা রয়েছে। উলিপুর থানার একটি চৌকশ টিম উক্ত পলাতক দুর্ধর্ষ শাহিনুরের গতিবিধির প্রতি রেখেছিল সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ। এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১৮ ডিসেম্বর) উলিপুর থানাধীন উলিপুর থানা পুলিশের একটি চৌকশ টিম উলিপুরের বুড়াবুড়ি এলাকা থেকে ০৩টি ওয়ারেন্টমূলে দুর্ধর্ষ আসামী শাহিনুরকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, দুর্ধর্ষ প্রকৃতির এই আসামী নানা অপকৌশলে দীর্ঘদিন পলাতক ছিল, এড়িয়ে চলেছে পুলিশের চোখ। কিন্ত আইনের হাত থেকে শেষ রক্ষা হলো না শাহিনুরের। উলিপুর থানার একটি চৌকশ টিম দীর্ঘদিন ধরে তার গতিবিধির প্রতি রেখেছিল সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ। অবশেষে ০৩টি ওয়ারেন্টমূলে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।