শাহাদাত হোসেন শুভ :
উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কামাল কামার-দুর্গাপুর রাস্তায় বাঁশের একটি সাঁকো পারাপারের বিড়ম্বনার কথা বলতে গিয়ে এ কথা বলেন কামাল খামার গ্রামের বাসিন্দা রহমান আলী। গত বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজের স্থানে নতুন অবকাঠামো নির্মাণ না হওয়ায় যানবাহন পারাপারের ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্হানীয় জনগণকে । এলাকায় উৎপাদিত কৃষিপণ্য বেচাকেনায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের। বৃহ:বার সেখানে গিয়ে দেখা যায়, বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিশু বৃদ্ধসহ নানা বয়সের মানুষ ।জীবন বাজি রেখেই ঝুঁকি নিয়ে প্রতিদিন এই সাঁকো দিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ। সাইকেল নিয়ে এই সাঁকো পার হতে গিয়ে কয়েকদিন আগেও সাঁকো থেকে পড়ে গিয়ে আবুল কাসেম (৫৭) নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়। তারপরও জীবন থেমে নেই কামাল খামার গ্রামের মানুষের একমাত্র ভরসা বাশের সাঁকো ।
গণকমিটি উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো: মির্জা জালাল বলেন , দুর্গাপুর ইউনিয়ানের চেয়ারম্যন পরির্বতন হয় কিন্তু রাস্তার চেহারার পরির্বতন হয় না ।আগামী ২ মাসের মধ্যে কামাল কামার-দুর্গাপুর রাস্তা পাকা করা ও নুতুন ব্রিজের কাজ শুরু না হলে এলাকাবাসী কে নিয়ে আন্দোলনের নামবেন । দুর্গাপুর ইউনিয়ানের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: নুর-আলম জানান , উলিপুর উপজেলার টি আই ও অফিসের ত্রাণ শাখায় অর্থায়নে ব্রিজের কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শুরু হবে এবং ২০১৭ সালের জুনের আগে কাজ শেষ হবে বলে আশা করি ।