|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উদ্বোধনের পর থেকে তালাবদ্ধ কুড়িগ্রামের ডি-সেট সেন্টার
ছিটমহল বিনিময়ের সাবেক নেতা গোলাম মোস্তফা বণিক বার্তাকে বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলনের পর মুক্ত হয়ে পাকা সড়ক, বিদ্যুৎ, চিকিৎসা সুবিধা, শিক্ষাপ্রতিষ্ঠান, সেতু সবই পেয়েছি। কিন্তু ছিটমহল বিনিময়ের আট বছরে নিজেদের অর্থনৈতিক কোনো উন্নয়ন করতে পারিনি। একমাত্র ডিজিটাল সার্ভিস সেন্টারটি ঘিরে আমরা আশা করেছিলাম, ভালো কিছু হবে। ভেবেছিলাম, আমাদের সন্তানরা এখানে প্রশিক্ষণ নিয়ে রোজগার করতে পারবে। কিন্তু উদ্বোধনের পর দুই বছর ধরে এটি বন্ধ রয়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার এটি চালুর কথা জানানো হলেও তারা কোনো উদ্যোগ নেয়নি।’
➤ কুড়িগ্রামে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২০
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদের মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (উলিপুর-০২, ভূরুঙ্গামারী-০১ রাজিবপুর-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৫ জন (কুড়িগ্রাম-০২, রাজারহাট-০১, নাগেশ্বরী-০১, কচাকাটা-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০২ জন (কুড়িগ্রাম-০১, কচাকাটা-০১), পূর্বের মামলায় ০১ জন (উলিপুর), ১৫১ ধারায় ০৭ জন (কুড়িগ্রাম-০১, ফুলবাড়ী-০৬), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (ফুলবাড়ী) সহ মোট ২০ জন আসামী গ্রেফতার করেছে।
https://www.ulipur.com/?p=28988
➤ কুড়িগ্রামে চাকুরী প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
চলতি বছর প্রকল্প থেকে ২৯১ জন যুব ও যুব নারীদের দুই মাসব্যাপী বিভিন্ন ট্রেডের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরবর্তী প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে স্থানীয় আইসিটি বেইজড প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রাইভেট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তাদেরকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ২৫ জন উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
https://www.ulipur.com/?p=28999
➤ শীতের দাপটে কাঁপছে কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ
গত এক সপ্তাহ ধরে দিনের অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকছে সূর্য। এ ক’দিনে কুড়িগ্রাম অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। শীত নিবারণের জন্য গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নদ-নদী তীরবর্তী এলাকার দরিদ্র মানুষরা।
https://www.ulipur.com/?p=29002
➤ কুড়িগ্রাম ১ ও ২ আসনে থাকছে না নৌকার প্রার্থী
কুড়িগ্রাম-১ আসনে নৌকার প্রার্থী মো. আছলাম হোসেন সওদাগরকে প্রত্যাহার করে নিয়েছে আওয়ামী লীগ। তিনি এই আসনের বর্তমান সংসদ সদস্য। এখানে জাপার প্রার্থী সাবেক সংসদ সদস্য এ কে এম মোস্তাফিজুর রহমান।
https://www.ulipur.com/?p=29008