।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে অনলাইন মোবাইল অ্যাপসে জুয়া খেলার সময় ৫ জন ডিজিটাল জুয়াড়ি ও ২ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে উলিপুর থানার এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে বজরা ইউনিয়নের কালপানি বজরা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আশিকুর রহমান (৩০), মিজানুর রহমান (৩৬), মোস্তাফিজুর রহমান বুলু (৪০), মোজাম্মেল হক (৪৭) ও এরশাদুল ইসলাম (৩৬)। এসময় পুলিশ তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল এবং নগদ অর্থ উদ্ধার করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার (১৫ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আজিজুল হাকিমের নেতৃত্বে পৌর শহরের উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে তাদের আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উলিপুর পৌরসভার সরদারপাড়া গ্রামের সুরুজ্জামান মিয়ার পুত্র মোজাম্মেল হক মিলন (৩৭) ও কুড়িগ্রাম সদর উপজেলার যতিনেরহাট আদর্শপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র শামীম রহমান(৩৮)। আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
//নিউজ//উলিপুর//মালেক/ডিসেম্বর/১৫/২৩