|| নিউজ ডেস্ক ||
আজ বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
বিএনপি জামাতের নৈরাজ্য অগ্নিসন্ত্রাস, পুলিশ হত্যা ও অপরাজনীতির প্রতিবাদে উলিপুরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে পৌর আওয়ামী লীগের আয়োজনে বাককেরহাট ফাজিল ডিগ্রি মাদরাসা এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম।
➤ উলিপুরে ধান সংগ্রহে উন্মুক্ত লটারি
উলিপুরে ৮৭৮ মেট্রিক টন আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ধান সংগ্রহের লটারির উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
➤ কুড়িগ্রামে জিআইএস ভিত্তিক ম্যাপিং ও মাইক্রোপ্ল্যানিং-এর ভেলিডেশন ওয়ার্কশপ
কুড়িগ্রামে জিআইএস ভিত্তিক ম্যাপিং ও মাইক্রোপ্ল্যানিং-এর ভেলিডেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শহীদ ডা. মিলন হলরুমে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে কমছে তাপমাত্রার পারদ, কম্বল বরাদ্দ পেলেও হয়নি বিতরণ
এদিকে জেলা প্রশাসনের ত্রাণ ও পূনর্বাসন অফিস সূত্র জানিয়েছে, শীত নিবারণে উপজেলাগুলোতে ৩১হাজার ১৫০পিচ কম্বল উপ-বরাদ্দ দেয়া হয়েছে প্রায় ৮/৯দিন পূর্বে। জেলার ৯টি উপজেলার ৭৩টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার জন্য ভাগে কম্বল পরেছে মাত্র ৪১০টি করে।
কুড়িগ্রামে কমছে তাপমাত্রার পারদ, কম্বল বরাদ্দ পেলেও হয়নি বিতরণ
➤ উলিপুরে কর্মসৃজন প্রকল্পে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
২০২৩-২৪ অর্থ বছরে কর্মসৃজন কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে মাধ্যমে তবকপুর ইউনিয়নে ৩৯৯ জন শ্রমিক কাজ করছেন। এর মধ্যে ২নং ওয়ার্ডে ৩৭ জন। প্রথম পর্যায়ে শ্রমিকরা মাটিকাটার কাজ করলেও তারা পুরো টাকা পাননি। প্রত্যেক শ্রমিকের এখনও বকেয়া প্রায় ১৪ হাজার টাকা। এর মধ্যে দ্বিতীয় পর্যায়ে প্রায় সপ্তাহখানেক কাজ করার পর হঠাৎ কয়েকজন শ্রমিক জানতে পারেন তাদের নাম নেই।
➤ উলিপুরেশহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
উলিপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার, ৭১’র গণকবর স্মৃতিস্তম্ভ, বঙ্গবন্ধুর ম্যুরাল ও শেখ রাসেল চত্ত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
➤ কুড়িগ্রামে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭
কুড়িগ্রাম সদর, কচাকাটা ও উলিপুর থানা পুলিশের অভিযানে তিনজন মোটরসাইকেল, দুইজন অটোরিক্সা চোর চক্র ও দুইজন ডলার প্রতারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।