মির্জা জালাল (দুর্গাপুর):
জানজায়গীর থেকে দুর্গাপুর যাওয়ার একমাত্র রাস্তাটি কাঁচা। এটি পাকা করার দাবি ১৭ বছরের। বৃষ্টি হলে এ রাস্তায় চলাচলকারী মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, জানজয়গীর থেকে লালকটটারী হয়ে গুপিনাথপুর হয়ে দুর্গাপুরের মিলনপুর পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা যুগ যুগ ধরে বেহাল অবস্থায় রয়েছে। এতে দুর্গাপুর সঙ্গে গুপিনাথপুর , লালকটটারী ও জানজায়গীর গ্রামের প্রায় ৫ হাজার মানুষ দুর্ভোগে পড়ছেন। বর্ষায় ওই সব রাস্তায় পায়েও হাঁটা যায় না। প্রায় রাস্তায় বিভিন্ন যানবাহন আটকে থাকে। দুর্ভোগে পড়তে হয় স্কুল, মাদরাসা ও কলেজগামী শিক্ষার্থীদের। রাস্তা খারাপ হওয়ায় এ এলাকার রিক্সা চালকরা অন্য এলাকায় গিয়ে রিক্সা চালান । ফলে এ এলাকার চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ভাড়াটে মটর সাইকেল । কিন্তু নারী, শিশু ও বয়স্ক মহিলাদের জন্য ভাড়াটে মটর সাইকেল চলাফেরা করতে ভোগান্তি পোহাতে হয় ।
জানজায়গীর থেকে দুর্গাপুর যাওয়ার রাস্তা পাকা করা দাবী এলাকাবাসীর ।
মিন্টু মিয়া নামে একপথচারী উলিপুর ডট কম কে বলেন, জানজায়গীর গ্রামের রাস্তা এতো খারাপ যে বর্ষাকালে এ গ্রামে একটি রিকশাও আসতে চায় না। গত বর্ষায় ভেঙে যাওয়া রাস্তা এ বর্ষায় আরও খারাপ হয়েছে। এসব রাস্তা দিয়ে একজন রোগীকে হাসপাতালেও নেয়া যায় না।
জানজায়গীর গ্রামের মো: কামাল হোসেন বলেন, ৯ নং ওর্য়াডের ৩০-৩৫ জন ছেলে চেয়ারম্যনের কাছে রাস্তা পাকা করার ব্যাপারে সাক্ষাৎ করতে গেলে চেয়ারম্যান আমাদের সাথে সাক্ষৎ করনে না । সাক্ষাৎ করতে যাওয়া অনেকে ক্ষুব্ধ হন এবং জানজায়গীর থেকে দুর্গাপুর যাওয়ার গ্রামে যাওয়ার রাস্তা পাকা করার জন্য এলাকাবাসীকে সাথে নিয়ে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নেন ।
মুক্তিযোদ্ধা ফুলজার হোসেন বলেন, রাস্তা পাকা করার প্রুতিস্রুতি দিয়ে ক্ষমতায় এসে প্রুতিস্রুতি ভুলে যান নেতারা । একজন মুক্তিযোদ্ধা হিসেবে চেয়ারম্যনের কাছে একটাই আশা জানজায়গীরের রাস্তাটা পাকা করে দিবে ।
রেল-নৌ, যোগাযোগ পরিবেশ উন্নয়ন গণকমিটি, পাঁচপীর স্টেশন শাখার সাধারন সম্পাদক জরীফ উদ্দীন আমাদের বলেন, মাঝবিল-মন্ডলের হাট রাস্তার জানজায়গীর থেকে শুরু করে মিলনবাজার পর্যন্ত রাস্তা পাকা করলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং মানুষের দূর্ভোগ অনেকটা কমে যাবে।
দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: আবেদ আলী সরদার এর সাথে কথা বলে জানতে পারি, রাস্তাগুলো সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। আশা করছি দ্রুত কাজ শুরু হবে।