।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম সদর, কচাকাটা ও উলিপুর থানা পুলিশের অভিযানে তিনজন মোটরসাইকেল, দুইজন অটোরিক্সা চোর চক্র ও দুইজন ডলার প্রতারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ০৭.২০ ঘটিকার সময় কুড়িগ্রাম সদর থানাধীন শাপলা চত্বর থেকে খলিলগঞ্জ রেল ক্রসিং এর মধ্যবর্তী ফাঁকা জায়গায় যাত্রীর বেশে অটোতে থাকা চোর সিন্ডিকেট দলের ০২ জন সক্রিয় সদস্য স্টেশনপাড়া (জকরিয়াপাড়া) এলাকার মোঃ শরিফুল ইসলাম, কামরুল হাসান, আরিফুল ইসলাম কাজল (২৪) এবং হরিকেশ (কানিপাড়া) এলাকার মোঃ মারুফ হাসান মেহেদি (২৮) তাদের কাছে থাকা ধারালো চাকু গলায় ধরে ভয় দিখিয়ে অটো নিয়ে পালিয়ে যায়। পরে অটো চালক পুলিশের শরণাপন্ন হয়ে মামলা রুজু করলে তার প্রেক্ষিতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম বৃহস্পতিবার লালমনিরহাট সদর থানাধীন বড়বাড়ি এলাকা থেকে অটো চোরচক্রের মুলহোতাকে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত অটোটি আসামীদের দেয়া তথ্য মতে কুড়িগ্রামের রাজারহাট থেকে উদ্ধার করে।
অন্যদিকে কচাকাটা থানাধীন বলদিয়া ইউনিয়নের মংলারকুটি নামক স্থানে জনৈক মোঃ হারুন-অর রশিদ (৪৩)-কে টাকার বিনিময়ে ডলার প্রদানের প্রলোভন দেখিয়ে একটি ডলার প্রতারক চক্রের কয়েকজন সক্রীয় সদস্য তার নিকট হতে ২,১৭,০০০/- টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে ভিকটিম মামলা দায়ের করলে কচাকাটা থানার একটি চৌকস টিম উক্ত প্রতারক চক্রের মূল হোতা মোঃ আব্দুর রশিদ ওরফে কুত্তা রশিদ ও অন্যতম সক্রিয় সদস্য মোঃ লাল মিয়া(৩৮) দের গ্রেফতার করে। প্রাথমিক তদন্তকালে জানা যায় যে, আসামীগণ এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের সহিত বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র লোকজনকে ডলার বিক্রির প্রলোভন দেখিয়ে এলাকায় ডেকে এনে টাকা পয়সা হাতিয়ে নিতো। অভিযুক্ত মোঃ লাল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদানের মাধ্যমে প্রতারণার সমস্ত ঘটনা বর্ণনা করেন ও দোষ স্বীকার করেন । আসামিদের দেয়া তথ্য মতে উক্ত চক্রের অন্যান্যদের পলাতকদের গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।
বুধবার উলিপুর থানায় মোটরসাইকেল চুরির মামলা রুজু হওয়ার পর থেকে উলিপুর থানা পুলিশ উক্ত মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতার করার লক্ষ্যে বিভিন্ন কৌশলে অনুসন্ধান চলমান রাখে। এরই প্রেক্ষিতে উলিপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ শরিফুল ইসলামকে তবকপুর এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে কুড়িগ্রাম জেলার রাজারহাট থানা এলাকা হতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে এবং উলিপুর থানা টিম কর্তৃক বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরো ০৩ টি মোটরসাইকেল উদ্ধারসহ আন্তজেলা চোর চক্রের সর্বমোট তিনজন সদস্যকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) জনাব মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।