।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রাম রংপুর ও লালমনিরহাটের আওতাধীন ওপিজিডব্লিউ ক্ষতিগ্রস্ত লাইন মেরামত ও সংরক্ষণ কাজের জন্য কুড়িগ্রামে শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে কুড়িগ্রাম নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিঃ (নেসকো) নির্বাহী প্রকৌশলী মোঃ আতিফুর রহমান চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পাওয়ার গ্রিড অব বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ শাহাজাহান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পিজিসিভির জিমডি রংপুরের আওতাধীন ১৩২ কেবি রংপুর কুড়িগ্রাম ও রংপুর লালমনিরহাট সঞ্চালন লাইন টাওয়ারের উপরে অপটিক্যাল গ্রাউন্ড ওয়্যার (ওপিজিডব্লিউ) ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতিগ্রস্থ ওপিজিডব্লিউ মেরামত পরিবর্তন সংরক্ষণ ও কাজের সময় উক্ত সঞ্চালন লাইন দুটির শার্ট ডাউন প্রয়োজন হওয়ায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিদ্যুৎ সরবরাহ আগামী শুক্রবার সকাল ৭.৩০ হতে বিকেল ৫.৩০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।
কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মহিতুল ইসলাম জানান, বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের ওপিসিডব্লিউ লাইন মেরামতের কারণে আগামী শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামতের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।