।। টেক ডেস্ক ।।
ইন্টারনেট জগতে সব থেকে খারাপ ও রহস্যময় অধ্যায়ের নাম হলো ডার্ক ওয়েব এবং এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটি অংশ হিসেবে ডার্ক নেটে বিদ্যমান থাকে। ধারণা করা হয়, প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ তথ্য থাকে মূল ইন্টারনেটের বাইরে এই নেট জগতের কালো দুনিয়াতে। হ্যাকারদের দ্বারা বিভিন্ন ধরণের প্রতারিত কাজ যেমন অবৈধ মাদক লেনদেন, অস্বাভাবিক ছবি-ভিডিও লেনদেন, এমনকি বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টও কেনা-বেচা করা হয় ডার্ক ওয়েবে। এখন প্রশ্ন হলো, আপনি এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে জাননি তো? আপনি কোথায়, কখন, কি করছেন বা দেখছেন তা আপনার মোবাইল ফোন বা অন্যান্য ডিভাইস থেকে তথ্য ডার্ক ওয়েবে বিক্রি করার পাশাপাশি বিভিন্ন অসাধু কাজে ব্যবহার করে থাকেন ডার্ক জগতের হ্যাকাররা।
ডার্ক ওয়েবে হওয়া সকল ঝামেলা এড়াতে ব্যবহারকারীদের জন্য কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে একটি ফিচার লঞ্চ করেছে জায়ান্ট গুগল। ফলে অনলাইনে ব্যবহারকারীদের সুরক্ষা আরও মজবুত হওয়ার পাশাপাশি ডার্ক ওয়েবে যদি কোনো ব্যবহারকারীর তথ্য আপলোড হয়ে যায় তা বিশেষ রিপোর্টের মাধ্যমে জানিয়ে দেবে মার্কিন প্রতিষ্ঠানটি। এছাড়া ডার্ক ওয়েবে যদি কোনো ব্যবাহারকারীর তথ্য থেকে থাকে, তবে স্ক্যান করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও নিষেধাজ্ঞা জারি করবে গুগল।
চলুন তাহলে জেনে নেওয়া যাক গুগলের নতুন ফিচার ব্যবহারের উপায়ঃ-
★ তথ্য স্ক্যান করার জন্য প্রথমে https://one.google.com/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
★ তারপর উক্ত ওয়েবসাইটের মধ্যে ‘ডার্ক ওয়েব রিপোর্ট’ নামে একটি অপশন প্রবেশ করতে হবে।
★ তারপর স্ক্রিনে ট্রাই নাউ অপশনে ক্লিক করে দিতে হবে।
★ স্ক্রিনে থাকা রান স্ক্রিন নামে একটি অপশন লক্ষ্য করা যাবে এবং তাতে ক্লিক করে দিতে হবে।
ডার্ক ওয়েবে যদি কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পাওয়া যায়, তাহলে তৎক্ষণাৎ এর নোটিফিকেশন এবং প্রয়োজনে কী কী পদক্ষেপ গ্রহণ করা যাবে তার জন্য ইউজারদের গুগল ওয়ান সাবস্ক্রাইব করা প্রয়োজন। এক্ষেত্রে প্রথমে গুগল ওয়ান ওয়েবপেজে প্রবেশ করে ডার্ক ওয়েব রিপোর্ট সেকশনে ক্লিক করার পর সেটআপ অপশনে ক্লিক করে নির্বাচিত পেজে নাম, জন্মতারিখ, ফোন নম্বর ইত্যাদি ডেটা মনিটর করতে হবে। এবার একটি মনিটরিং প্রোফাইল তৈরি করে স্ক্রিনে ডান অপশনে ক্লিক করে দিলেই নোটিফিকেশনের মাধ্যমে তা জানা যাবে।
তবে গুগলের এই অতিরিক্ত সুবিধা গুগল ওয়ান সাবস্ক্রাইবাররা ব্যবহার করতে পারলেও সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচারের সুবিধা উন্মোচিত করেছে গুগল।