|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ পুলিশের অভিযানে কুড়িগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২১
জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (কুড়িগ্রাম-০২, উলিপুর-০৩, নাগেশ্বরী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৪ জন (কুড়িগ্রাম-০৩, ফুলবাড়ী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ০৬ জন (কুড়িগ্রাম-০২, নাগেশ্বরী-০২, ফুলবাড়ী-০২), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম-০১, রৌমারী-০১), জিআর সাজা ওয়ারেন্ট মূলে ০২ জন (কুড়িগ্রাম-০১, উলিপুর-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (উলিপুর) সহ মোট ২১ জন আসামীকে গ্রেফতার করে।
https://www.ulipur.com/?p=28903
➤ কুড়িগ্রামে দুর্নীতিবিরোধী আন্দোলনে অভিজ্ঞতা বিনিময় র্শীষক সভা অনুষ্ঠিত
দিনব্যাপী অনুষ্ঠানে সনাক, ইয়েস ও এসিজির ১২৫ জন সদস্য নিজেদের কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় করেন। পরে প্রথম অধিবেশন শেষে সনাক ও ইয়েস সদস্যদেরকে নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=28913
➤ কুড়িগ্রামে ক্যারিয়ার কাউন্সিলিং কর্মশালার মাধ্যমে মিলছে চাকরি
কুড়িগ্রাম জেলায় বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ কমিয়ে আনা এবং বাল্যবিবাহে আশঙ্কা গ্রস্থ পরিবারগুলোর অর্থনৈতিক স্বচ্ছলতা বাড়াতে ১১৬ জন যুব নারী ও ১২৩ জন যুবককে সরকারি-বেসরকারি আইসিটি ট্রেডে দুই মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়া হয়।
https://www.ulipur.com/?p=28916